ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মান্দায় বাস খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০০, নভেম্বর ২৬, ২০১৭
মান্দায় বাস খাদে পড়ে নিহত ২ দুর্ঘটনা কবলিত বাস। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার স্বতীহাট পঞ্চমীতলা এলাকায় বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পূবালী ব্যাংক সান্ততাহার শাখার কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুর রহিম ও বাসের হেল্পার ইসলাম।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, সকালে তিশা পরিবহন নামে একটি বাস রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিলো। পথে পঞ্চমীতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। এসময় আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ