ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে নারী এসআই'র ঝুলন্ত মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, নভেম্বর ২৫, ২০১৭
সাভারে নারী এসআই'র ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সাভার (ঢাকা): সাভার মডেল থানার সরকারি কোয়ার্টার থেকে তাহমিনা খাতুন (২৬) নামে পুলিশের এক নারী উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে থানা প্রাঙ্গণের কোর্য়াটার থেকে এসআই তাহমিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।  

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদির এ আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।

 

বাংলানিউজকে তিনি জানান, সন্ধ্যার পর নিজকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তাহমিনা। তবে রাতে ঝুলন্ত মরদেহ দেখেই বিষয়টি জানাজানি হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, এসআই তাহমিনা মাতৃত্বকালীন ছুটি ভোগ করছিলেন। তার স্বামী মোবারক হোসেন একটি বেসরকারি আবাসিক প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দুই সন্তান নিয়ে চারতলা ভবনের নিচতলায় থাকতেন তিনি।  

ওসি মহসীনুল কাদির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাহমিনা আত্মহত্যা করেছেন তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।  

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
জেডআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ