ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

রাজনীতিবিদ মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, নভেম্বর ২৫, ২০১৭
রাজনীতিবিদ মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী রোববার

ঢাকা: ফরিদপুরের রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী ওরফে মোহন মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী রোববার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ নভেম্বর) ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) স্মৃতি কমিটির সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  এ উপলক্ষে ওই স্মৃতি কমিটির উদ্যোগে রোববার বিকেলে ৩টার দিকে প্রায়তের রূহের মাগফিরাত কামনায় তার ফরিদপুরের ময়েজ মঞ্জিল বাস ভবনে কোরআনখানি, মিলাদ- দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন হবে।

পাশাপাশি জেলার কানাইপুর জামে মসজিদ ও জামেয়া আশরাফিয়া মাদ্রাসা, ফরিদপুর মুসলিম মিশন এতিমখানায় পৃথকভাবে কোরআনখানি  ও মিলাদ-দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ