ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

৭ই মার্চের ভাষণের স্বীকৃতি উপলক্ষে সাভারে আলোচনা সভা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, নভেম্বর ২৫, ২০১৭
৭ই মার্চের ভাষণের স্বীকৃতি উপলক্ষে সাভারে আলোচনা সভা  আলোচনা সভা-ছবি-বাংলানিউজ

সাভার(ঢাকা): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় সাভারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলাচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে ছিলেন সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ দেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রাণিত করেছিল। তার ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙালি দেশ রক্ষার্থে ঝাপিয়ে পড়ে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য সবাই একসঙ্গে কাজ করে যাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারী পুলিশ কমিশনার (সাভার সার্কেল) মো. খোরশেদ আলম, মুক্তিযোদ্ধারা, ‍বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ