ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

কমলনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, নভেম্বর ২৪, ২০১৭
কমলনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সুমন (২০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) আজগর আলী এ দণ্ড দেন।

দণ্ড প্রাপ্ত সুমন উপজেলা দক্ষিণ চর মার্টিন গ্রামের ইউছুফের ছেলে।

 

হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সুমনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক বছরের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর, ২৪, ২০১৭
আরআইএস/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।