ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

নিয়ামতপুরে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, নভেম্বর ২৪, ২০১৭
নিয়ামতপুরে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার গ্রেফতার মাদক বিক্রেতা

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গাঁজাসহ শ্রী নিরেন বর্মন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। নিরেন উপজেলার হাজীপুর গ্রামের শ্রী ভবেশ বর্মনের ছেলে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।