ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, নভেম্বর ২৪, ২০১৭
রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহজাহান আটিয়া (৬০) নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।  

শাহজাহান উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান মোটরসাইকেলযোগে বাড়ি থেকে চাটখিল যাওয়ার পথে কচুয়ায় যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এসময় সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।