ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

আদাবরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৪, নভেম্বর ২৪, ২০১৭
আদাবরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আটক মাদক ব্যবসায়ীরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: রাজধানীর আদাবরের স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২।

আটকেরা হলেন-আব্দুল আজিজ (৫২), আব্দুল ওয়াহাব (৪৬) ও মোশারফ হোসেন (৩৬)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাতে তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি রবিউল ইসলাম জানান, একটি চক্র রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করছিল। চক্রটি বেনাপোল থেকে ট্রাকে করে ফেনসিডিলের চালান নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে আদাবরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব।

চেকপোস্টে একটি টাটা ট্রাক এসে পৌঁছালে তল্লাশি করে ড্রাইভার ও পাশে বসা মাদক ব্যবসায়ীদের সিটের নিচ থেকে কাগজের প্যাকেটে মোড়ানো ৪৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকেরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজসে যশোরের সীমান্ত থেকে ফেনসিডিল কিনে ঢাকায় এনে বিক্রি করতো।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।