ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

 টঙ্গীতে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, নভেম্বর ২৩, ২০১৭
 টঙ্গীতে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর: টঙ্গীর ঝিনু মার্কেট এলাকা থেকে শামীম (২৯) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত শামীম নেত্রকোনার কেন্দুয়া থানার রুয়াইলবাড়ি এলাকার মৃত সিদ্দিক খন্দকারের ছেলে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান বাংলানিউজকে বলেন, টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতো শামীম। দুপুরে তার ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয় অন্য ভাড়াটিয়ারা।

পরে দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শামীম আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে বলেও জানান এসআই আশরাফুল।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।