ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

চুল-দাঁত-বয়স সব শেষ, ভাতা গেল কই!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, নভেম্বর ২৩, ২০১৭
চুল-দাঁত-বয়স সব শেষ, ভাতা গেল কই! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথপুর (খালিয়াজুরী) নেত্রকোনা থেকে: ‘দেহুইন বাবা আমার শইলের চামড়া জুইল্লা গেছে। বয়সে পিডের মারুইল বেকচে, অহন সোজা হইয়া দাঁড়াইতেও পারি না। মাতার চুলডি পাইক্কা পইড়া গিয়া তাললুয়াডাও খালি হইছে। মুহের বিতরে একটা দাঁতও নাই। দুক্কের কতা কারে কইয়াম, হের পরেও নাহি আমার বয়স্কবাতা পাওয়ার সময় অয়চেনা!’

ক্ষোভ আর দুঃখ নিয়ে নিজের সহজ-সরল আঞ্চলিক ভাষায় বাংলানিউজকে কথাগুলো বলে কেঁদে ফেললেন দরিদ্র বয়োবৃদ্ধ দারগ আলী মিয়া।

তিনি নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বয়স্কভাতা পাওয়ার যোগ্য ওই বৃদ্ধ ভাতা না পাওয়ায় সাংবাদিকের কাছে নিজের কষ্ট তুলে ধরেন।

তিনি জানান, সংসারে বৃদ্ধা স্ত্রী ছাড়া আপনজন বলতে কেউ নেই তার। ছেলে সন্তানহীন ওই বৃদ্ধের দুই মেয়ে রয়েছেন, তবে তারা স্বামীর সংসারে থাকেন। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে দারগ আলী স্ত্রীকে নিয়ে দারিদ্র্যতার কষাঘাতে দুঃখে কষ্টে সময় পার করছেন বলে তার দাবি।

তিনি প্রশ্ন তোলেন, ‘চুল-দাঁত আর বয়স সব শেষ হয়ে গেল কিন্তু ভাতা গেল কই?’

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৭
এমআরপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।