ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গা থেকে এক ব্যক্তি‌র মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, নভেম্বর ২২, ২০১৭
বুড়িগঙ্গা থেকে এক ব্যক্তি‌র মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২২ নভেম্বর) রাত ১১ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ কোল্ডস্টোরের সামনে বুড়িগঙ্গার মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত চিহ্ন দেখা গেছে।  

ধারণা করা হচ্ছে নৌকা ডুবির পর কোনো নৌ-যানের প্রপেলারের আঘাতে মরদেহটি ক্ষত-বিক্ষত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই রবিউল।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এমআরপি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।