ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১২ জন হাসপাতালে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১২ জন হাসপাতালে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে একই পরিবারের ১২ জন

নীলফামারীর ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় ৩ শিশুসহ একই পরিবারের ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থীও রয়েছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে বিষক্রিয়ায় আক্রান্তদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়।

আক্রান্তরা হলেন, ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের উত্তর আকাশকুড়ি গ্রামের মৃত মোজাফফর হোসেনের পুত্র আব্দুস সাত্তার (৬৫), আব্দুস সাত্তারের কন্যা ৯ম শ্রেণির ছাত্রী ছবি আক্তার (১৫), পুত্র এসএসসি পরীক্ষার্থী নুর আলম সিদ্দিকুর রহমান (১৬), গোলাম রাব্বানী (২০), আব্দুল হাই (২২), ফরিদুল ইসলাম (২৫), আব্দুর রশিদের শিশুপুত্র ফাহিম (৩), আব্দুল সাদিক (৫), কন্যা  রুমা আক্তার (২৬), আজাদের স্ত্রী মিনা আক্তার (২৩), আব্দুল হাই-এর শিশুপুত্র জিহাদ (৩), স্ত্রী জবেদা বেগম (২৫)।

আব্দুল হাইয়ের স্ত্রী জবেদা বেগম জানান, আগের দিন রান্না করা নাপা শাক দিয়ে পরিবারের সবাই ভাত খেয়েছিলেন। সন্ধ্যার দিকে স‍বাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন।

ডিমলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার রায় বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে আকস্মিক উদরাময় দেখা দিয়েছে। সবাই বর্তমানে সুস্থ হওয়ার পথে।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ