ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র মীরু কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, ফেব্রুয়ারি ৬, ২০১৭
শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র মীরু কারাগারে মেয়র মিরুকে কারাগারে নেওয়া হচ্ছে

সিরাজগঞ্জ: সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে পুলিশ বেষ্টনীতে তাকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় বিচারক মোরশেদ আলম তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

কোর্ট পরিদর্শক মো. শহীদুল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শাহীন আলম জানান, নিয়ম অনুযায়ী আসামিকে নিকটবর্তী আদালতে হাজির করা হয়। পরে তাকে শাহজাদপুর আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

এসময় মেয়র হালিমুল হক মিরু সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। কখনো সাংবাদিককে হত্যা করতে পারি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

ষড়যন্ত্রকারী কারা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সরাসরি বলছে আমিই গুলি করেছি, তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।