ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জের পথে সুরঞ্জিতের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২০, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সুনামগঞ্জের পথে সুরঞ্জিতের মরদেহ সুনামগঞ্জের পথে সুরঞ্জিতের মরদেহ

সিলেট: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ জন্মস্থান সুনামগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) বেল‍া ১২টায় সিলেট থেকে হেলিকপ্টারে করে সুনামগেঞ্জের উদ্দেশে রওনা হন স্বজনরা।

এর আগে বেলা ১১টায় ঢাকা প্যারেড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।

সেখানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এ নেতাকে ফুল নিয়ে শ্রদ্ধা জানান।

সুনামগঞ্জের নতুন কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হচ্ছে তার মরদেহ। জেলার সব শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-২ আসন দিরাই-শাল্লায় নিয়ে যাওয়া হবে। পরে তার জন্মভূমি দিরাইয়ে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্য হবে।

রোববার (০৫ ফেব্রুয়ারি)  ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

**সুনামগঞ্জের পথে সুরঞ্জিতের মরদেহ

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনইউ/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।