ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

নাসিরনগরে ঘটনায় ‍আরো ৩ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০২, ফেব্রুয়ারি ৬, ২০১৭
নাসিরনগরে ঘটনায় ‍আরো ৩ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়া থেকে তাদের ‍আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলা সদরের পশ্চিমপাড়ার আহাম্মদ আলী (৪৫), মো. তাবারক হোসেন (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (২৮)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ৩০ অক্টোবর হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজে আটক ব্যক্তিদের দেখা গেছে।

তাদের বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

হামলার ঘটনায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ১১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।