ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

উজিরপুরে ইজিবাইকের চাকায় চাদর পেচিয়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, জানুয়ারি ৩০, ২০১৭
উজিরপুরে ইজিবাইকের চাকায় চাদর পেচিয়ে নারীর মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুরে ইজিবাইকের চাকার সঙ্গে চাদর পেচিয়ে গলায় ফাঁস লেগে হাচেন ভানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার সানুহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হাচেন ভানু সানুহার গ্রামের আদম আলী খানের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে হাচেন ভানুর ছোট মেয়েকে নিয়ে ইজিবাইকে করে উপজেলা সদরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় হাচেন ভানুর গায়ে থাকা চাদর ইজিবাইকের চাকার সঙ্গে পেচিয়ে গলায় ফাঁস লেগে তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সভ্যসাচী দাস মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।