ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

বীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, জানুয়ারি ৩০, ২০১৭
বীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তানজিনা (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তানজিনা শতগ্রাম ইউনিয়নের তেলীপাড়া গ্রামের তফিজার মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে তানজিনা নানার বাড়িতে বেড়াতে আসে। এরপর সে বাড়ি পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিলো। এসময় সে পা পিছলে পুকুরে পানিতে পড়ে যায়। এরপর দুপুরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।