ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

কারা কর্তৃপক্ষকে প্রধান বিচারপতির পরামর্শ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, জানুয়ারি ৩০, ২০১৭
কারা কর্তৃপক্ষকে প্রধান বিচারপতির পরামর্শ কেরানীগঞ্জ কারাগার পরিদর্শনে প্রধান বিচারপতি

কেরানীগঞ্জ থেকে: ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ সকল কারাগারে বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত মামলায় বন্দি কয়েদিদের জন্য কারা কর্তৃপক্ষকে তিনটি কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা জেলার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে উদ্দেশ্য করে এ পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, যারা কারাগারে বন্দি রয়েছেন তাদের জন্য তিনটি বিষয়ে কাজ করার পরামর্শ দেন।

তাদের প্রথমে সংশোধিত করা, বাইরে গিয়ে যেন পুনরায় অপরাধে জড়াতে না পারে সেজন্য সংশোধন করতে হবে। স্বাবলম্বীর ব্যবস্থা করা। তারা যেন জেলখানা থেকে মুক্তির পর স্বাবলম্বী জীবন যাপন করতে পারেন সেজন্য ব্যবস্থা গ্রহণ করা।

এছাড়া মামলার কারণে জেলে বন্দিদের বই পড়ানোর ব্যবস্থা করা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ব্যবস্থাপনা, বন্দিদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় দেখতে সোমবার সকাল ৯টায় কেরানীগঞ্জ কারাগার পরিদর্শনে যান প্রধান বিচারপতি। বেলা ১টা ৪০ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষ করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।