ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, জানুয়ারি ২৭, ২০১৭
রূপগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে বাবলী আক্তার (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাটাব এলাকা থেকে নিহত গৃহবধূর স্বামী রাশিদুল ইসলামকে আটক করে পুলিশ।

নিহত বাবলী আক্তার হাটাব এলাকার বাবুল মিয়ার মেয়ে।

আটক রাশিদুল মিয়া একই এলাকার আমির হোসেনের ছেলে।

বাবলীর বাবা বাবুল মিয়া বাংলানিউজ জানান, পাঁচ মাস আগে তার মেয়ে বাবলীর সঙ্গে রাশিদুল ইসলামের বিয়ে দেন। বিয়ের কয়েক দিন পার হওয়ার পর থেকেই মেয়ের জামাই রাশিদুলসহ শ্বশুর বাড়ির লোকজন তিনলাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাবলীর কাছে ফের তিন লাখ টাকা যৌতুক দাবি করেন রাশিদুল। একপর্যায়ে শ্বশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে বাবলীকে শারীরিক নির্যাতন চালায়।

শুক্রবার ভোরে রাশিদুল ইসলাম, শ্বশুর আমির হোসেন, ননদ রেশমাসহ শ্বশুর বাড়ির লোকজন বাবলীকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রাখেন বলে দাবি করেছেন বাবুল মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ভোরে গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবলীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭

এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।