ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, জানুয়ারি ২৭, ২০১৭
নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক হক

নোয়াখালী: নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের বিপরীতে ২১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হক। অন্যদিকে ২১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল হক।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ‍অ্যাড. এএসএম সামছুল আলম এ তথ্য জানান।

অন্যান্যদের মধ্যে এ কে এম সামছুল ইসলাম ও খগেশ চন্দ্র নাগ বাপ্পা সহ-সভাপতি, সঞ্জু বিকাশ চন্দ ও জসিম উদ্দিন বাদল সহ-সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন ট্রেজারার, আবদুল খালেক লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক, নিজাম উদ্দিন (৪) ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, হারুনর রশিদ হাওলাদার আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সদস্য নির্বাচিত হয়েছেন সফিক উল্যাহ্ সুমন, রোকেয়া বেগম, দিদারুল ইসলাম অপু, আবদুর রহিম রাসেল ও আবু বকর ছিদ্দিক।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৪৩৮ জনের মধ্যে ৪২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা চলে বৃহস্পতিবার দিনগত (২৭ জানুয়ারি) মধ্যরাত পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।