ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ইসলামিক ফ্রন্টের মহাসচিবের ওপর হামলাকারীদের বিচারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, জানুয়ারি ২৭, ২০১৭
ইসলামিক ফ্রন্টের মহাসচিবের ওপর হামলাকারীদের বিচারের দাবি ইসলামিক ফ্রন্টের মহাসচিবের ওপর হামলাকারীদের বিচারের দাবি/ছবি-জিএম মুজিবুর

ঢাকা: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ঢাকা মহানগর শাখা।

বিক্ষোভ সমাবেশে সংগঠনটির যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশারফ হোসাইন হেলালী বলেন, আল্লামা জুবাইরের গাড়িবহরে হামলা করে চিহ্নিত ফতোয়াবাজ চক্র নিজেদের সন্ত্রাসী চরিত্র দেশবাসীর উন্মোচন করেছে। তারা ষড়যন্ত্র করে সফল হতে না পেরে অবশেষে সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। কিন্তু তারা যতই সন্ত্রাসী ও জঙ্গিহামলা করুক না কেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মত একটি আদর্শিক কাফেলাকে দমন করতে পারবে না।

এ সময় তিনি প্রশাসনের কাছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতাকর্মী ও আল্লামা জুবাইরের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

হামলা প্রতিবাদে আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম লালদিঘী ময়দানে জনসভা করা হবে বলেও বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটি জানায়।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী ও মাওলানা আব্বাস আলী শরীফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭

এমএ/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।