ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, জানুয়ারি ২৭, ২০১৭
কুমিল্লায় যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লা নগরীর কাটাবিল এলাকা থেকে শুভ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। শুভ ওই এলাকার জালাল মিয়ার বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।



কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই, তদন্ত) মো. সালাহউদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রায়ই স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে শুভর ঝগড়া হতো। এতে গত দু’দিন আগে তার স্ত্রী নিজ বাড়িতে চলে যায়। এরই জেরে অভিমান করে ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন সুভ।

পরে বিষয়টি স্থানীয়রা কোতোয়ালি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।