ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বাল্যবিয়ে প্রতিরোধের শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, জানুয়ারি ২৭, ২০১৭
বাল্যবিয়ে প্রতিরোধের শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থী বাল্যবিয়ে প্রতিরোধের শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থী-ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: শিশু নির্যাতন মুক্ত স্কুল গড়ি, যৌন হয়রানিকে না বলি- স্লোগানে বাল্যবিয়ে প্রতিরোধে একযোগে শপথ নিল কুড়িগ্রামের সহস্রাধিক শিক্ষার্থী।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বাল্যবিয়ে মুক্ত স্কুল ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে উলিপুর উপজেলার থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অবিভাবকদের সমাবেশে এ শপথ নেয় তারা।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, পৌর মেয়র তারিক আবু আলা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আমিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা মো. নুরুল আমিন, প্লান বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহফুজার রহমান ও বেসরকারি সংস্থা মহিদেবের প্রকল্প সমন্বয়কারী ইস্ফাতুল কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।