ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

লালপুরে দুই কারখানা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, জানুয়ারি ২৭, ২০১৭
লালপুরে দুই কারখানা মালিককে জরিমানা লালপুরে দুই কারখানা মালিককে জরিমানা

নাটোর: নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজাল গুড় তৈরির অপরাধে দুই কারখানার মালিককে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির এই দণ্ডাদেশ দেন। শুক্রবার (২৭ জানুয়ারি) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত জানবক্সের ছেলে কাবিল হোসেন (৫০) ও একই গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ফরজউল্লা (৩০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাবিল হোসেন ও ফরজউল্লাহ চলতি মৌসুমের শুরু থেকেই তাদের গুড়ের কারখানায় ভেজাল গুড় প্রস্তত করে বাজারজাত করছেন। এসময় সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল তাদের কারখানা অভিযান চালায়। এসময় দুই হাজার পাঁচ কেজি ভেজাল গুড়, রং, হাইড্রোজ, ময়দা, চিটাগুড় ও গুড় তৈরির উপকরণসহ তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক কাবিল হোসেনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং ফরজউল্লাহকে ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

এরপর জরিমানার টাকা পরিশোধ করায় ফরজউল্লাহকে ছেড়ে দেওয়া হয় এবং জরিমানার এক লাখ টাকা দিতে ব্যর্থ হওয়ায় কবিল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।