ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

কমলনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, জানুয়ারি ২৪, ২০১৭
কমলনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে সভা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ সভার আয়োজন করে। 

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান ভূঁইয়া।

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন-হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী ও তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ প্রমুখ।  

সভায় উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষক অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।