ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

তালতলীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, জানুয়ারি ২৪, ২০১৭
তালতলীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার অসহায় ও শীতার্ত দুশ’ রাখাইন ও বাঙ‍ালির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে তালতালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম।

তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌছিফ আহমেদের সভাপতিত্বে ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-তালতলী রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি. মংতাহান, সহ সভাপতি মি. মংচিনথান ও কোডেকের প্রোগ্রাম অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।