ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

১০ দফা দাবিতে হকারদের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৪, জানুয়ারি ২৪, ২০১৭
১০ দফা দাবিতে হকারদের বিক্ষোভ মিছিল হকারদের বিক্ষোভ মিছিল/ ছবি: বাংলানিউজ

ঢাকা: হকারদের পুনর্বাসন, বাজেটের অন্তর্ভুক্তিকরণ, পরিচয়পত্র দেওয়া ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে রাজধানীর পল্টন মোড় সংলগ্ন সড়কের বায়তুল মোকাররমের উল্টোপাশের ফুটপাতে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

এতে অংশ নিয়ে হকার্স পুনর্বাসনের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন রাজধানীর দক্ষিণ সিটি করপোরশনের আওতায় থাকা ফুটপাত ব্যবসায়ীরা।

হকার্স ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাশিম বাংলানিউজকে বলেন, অনেক আগে থেকেই আমরা নিপীড়নের স্বীকার। শেষবার আমাদের সিটি করপোরশন যে শর্ত দিয়েছে এ শর্তে ব্যবসা করা সম্ভব নয়। তাই এবার ১০ দফা দাবিতে আমরা আন্দোলন করছি।

মিছিলটি দৈনিক বাংলার মোড় হয়ে ফকিরাপুল, এরপর নয়াপল্টন ঘুরে পুরানা পল্টনে এসে সমবেত হয়।

এদিন বিকেল সাড়ে ৪টায় তোপখানা রোডে অবস্থিত রাশেদ খান মেননের কার্যালয় ঘেরাও করা হবে জানিয়ে আব্দুল হাশিম বলেন, তার বরাবর আমরা স্মারকলিপি দেব।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সময়, জানুয়ারি ২৪, ২০১৭
জেডএফ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।