ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে কটন মিলে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৩, জানুয়ারি ২৪, ২০১৭
গাজীপুরে কটন মিলে অগ্নিকাণ্ড

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ইকো কটন মিলস নামক একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রাথমিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জয়দেবপুর, টঙ্গী ও ভালুকা ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।