ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

ভোলায় ৫ দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৬, জানুয়ারি ২৪, ২০১৭
 ভোলায় ৫ দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

ভোলা: ভোলা শহরের ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। সোমবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, রাতে বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ফার্মেসি, সেলুন, পার্টস’র দোকানসহ পাঁচটি দোকান পুড়ে যায়। এছাড়া এসময় পুড়ে যায় ব্যাটারি চালিত চারটি অটোরিকশা।

ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

তবে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির জানান, সরকারি হিসাবে আগুনে প্রায় আট-নয় লাখ টাকার ক্ষতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ