ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৫, জানুয়ারি ২৩, ২০১৭
আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার

ঢাকা: আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে সীমা আক্তার (২৮) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত সীমা গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সীমা পাবনা জেলার ভেড়ামরা থানার মূত্রবাদা গ্রামের মৃত হজরত আলীর মেয়। তিনি দুই ছেলেমেয়ে ও স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার ইকবালের বাসায় ভাড়া থাকতেন। তিনি ডিইজেড এলাকায় একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত সীমার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।