ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

শাহজাহানপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, জানুয়ারি ২৩, ২০১৭
শাহজাহানপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় আয়শা রহমান (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি গলায় ফাঁস লাগান। পরে মুম‍ূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত  চিকিৎসক রাত ১১টায় আয়শাকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়শার স্বামী নিল্লুর রহমান জানান, শাহাজাহানপুর শান্তিবাগ এলাকার ৭ তলার বাড়ির ৫ তলায় তারা ভাড়া থাকেন।

আয়শা সবার অগোচরে বাসার দরজা আটকিয়ে  সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলেও জানান তিনি।

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আত্মহত্যার কারণ জানাতে পারেনি মৃত নারীর পরিবার। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭

এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।