ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, জানুয়ারি ২৩, ২০১৭
কুমিল্লায় ৩ ভুয়া ডিবি পুলিশ আটক কুমিল্লায় ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

কুমিল্লা: কুমিল্লা মহানগরীর ইপিজেড এলাকার রোসা সুপার মার্কেটের সামনে থেকে তিনজন ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- নগরীর বাগিচাগাঁও এলাকার মৃত. আব্দুল বারেকের ছেলে মারুফ (৪০), একই এলাকার শফিকুর রহমানের ছেলে আশিকুর রহমান ওরফে কালা সুমন (৩৫)।

আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে তারা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করে। পরে তাদের আচরণ সন্দেজনক হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

ইপিজেড ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দেড় মাস আগে এ চক্র কুচাইতলী এলাকার বাসিন্দা গোলাম মাওলার কাছ থেকে মোবাইল ও নগদ অর্থ হাতিয়ে নেয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।