ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কটিয়াদীতে দেশি মদসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, জানুয়ারি ২৩, ২০১৭
কটিয়াদীতে দেশি মদসহ আটক ৫

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ১২শ’ লিটার দেশি মদসহ পাঁচ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক বিক্রেতারা হলেন-সুচি রানী (৪০), অঞ্জলি (৩৫), সীমা (২০), আশা (২১) ও নরেশ (২৪)।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.মাহমুদুল হাসান ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুগদিয়া গ্রামে অভিযান চালিয়ে চার নারীসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে মদ তৈরির বিভিন্ন উপাদান ও ১২শ’ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।