ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৭, জানুয়ারি ২৩, ২০১৭
পিরোজপুরে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

পিরোজপুর: পিরোজপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এসএম জিল্লুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার লাহুরী গ্রামের রহমান সিকদারের ছেলে জুয়েল সিকদার (২৪) ও একই গ্রামের মৃত মাজন শেখের ছেলে হায়দার শেখ (৩৬)।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ জুলাই সকালে জুয়েল ও হায়দার ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী গ্রামে ষষ্ঠ শ্রেণির (১১) এক স্কুল ছাত্রীকে একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন ও তা মোবাইলে ধারণ করেন।

কিছুদিন পর হায়দার ও জুয়েল ধর্ষণের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেন।

এরপর ২০১০ সালের ১ আগস্ট মেয়েটির বাবা বাদী হয়ে জুয়েল সিকদারের নাম উল্লেখ করে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। পুলিশ জুয়েলকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে হায়দার মোবাইলে ধর্ষণের ছবি তোলে বলে জানায়। তদন্ত শেষে পুলিশ জুয়েল ও হায়দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

এরপর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এসএম জিল্লুর রহমান দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডাদশে দেন। রায় ঘোষণার সময় হায়দার আদালতে উপস্থিত ছিলেন। জুয়েল সিকদার পলাতক।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এনটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।