ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

রিমান্ডে অভিযোগ অস্বীকার আরাফাত সানির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৭, জানুয়ারি ২৩, ২০১৭
রিমান্ডে অভিযোগ অস্বীকার আরাফাত সানির ক্রিকেটার আরাফাত সানি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে করা তরুণীর মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন এই ক্রিকেটার।

সোমবার (২৩ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
পুলিশ কর্মকর্তা বলেন, ক্রিকেটার আরাফাত সানি দাবি করেছেন,  ওই নারীকে তিনি বিয়ে করেননি, পাশাপাশি আপত্তিকর কোনো ছবিও তার ফেসবুক মেসেঞ্জারে পাঠাননি।

মামলার এই তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলার বাদী ওই তরুণীর মোবাইল ফোন সেট আলামত হিসেবে তারা জব্দ করেছেন। সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। তারা রিপোর্ট দিলেই সব কিছু জানা যাবে।

এর আগে গতকাল রোববার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় আরাফাত সানিকে রাজধানীর আমিনবাজার থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বর্তমানে আরাফাত সানি মোহাম্মদপুর থানা হাজতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এসটি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।