ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৩ জন রিমা‌ন্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, জানুয়ারি ২২, ২০১৭
সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৩ জন রিমা‌ন্ডে

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান ইমন হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ জানুয়া‌রি) দুপু‌রে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ মাহমুদ শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) আলমগীর কবির বাংলা‌নিউজ‌কে জানান, গ্রেফতারকৃত তিনজ‌নের ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক বিপ্লব ও মুরাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া অপর আসামি রনিকে দুইদিন জেল গেটে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর ১৭ জানুয়ারি সাতক্ষীরা সদরের ধুলিহরের আমতলা বিলের একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।