ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

তালতলীতে ৪ মাদক ব্যবসায়ী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, জানুয়ারি ২২, ২০১৭
তালতলীতে ৪ মাদক ব্যবসায়ী কারাগারে

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় চার মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) সকালে আমতলী আদালতে নেওয়া হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- তালতলী উপজেলার মোমেশে পাড়া গ্রামের শাহ আলম বেপারির ছেলে মো. শাওন (১৯), বরগুনা সদর উপজেলার কলাতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন (১৯), বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের জাকির শিকদারের ছেলে মর্তুজা বিন আহম্মেদ শাওন (২০) ও হৃদয় ইসলাম (১৯)।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বাংলানিউজকে জানান, শনিবার (২১ জানুয়ারি) ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোডাউন সড়কে দেলোয়ারা হামিদের বাসায় অভিযান চালিয়ে ওই চার মাদক ব্যবসায়ীকে আটক কর‍া হয়।

এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।