ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৩, জানুয়ারি ২২, ২০১৭
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

‍গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। রোববার (২২ জানুয়ারি) সকাল ৬টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কে এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরগুনার সদর থানার হেওলিগুনিয়া এলাকার জয়নুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০) এবং একজন অজ্ঞাত (৩৫)।  

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বাংলানিউজকে জানান, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অজ্ঞাত (৩৫) ওই ব্যক্তি।

একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

এ সময় জাহাঙ্গীর হোসেন নামের ওই পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া জন্য সড়কে পাশে দাঁড়ান। একপর্যায়ে অজ্ঞাত একটি গাড়ি জাহাঙ্গীর হোসেনকেও চাপা দেয়। এতে তারা দুইজনই ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি মো. হোসেন সরকার।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭, আপডেটেড সময়: ০৯৪৫ ঘণ্টা
আরএস/এএটি/এসএইচ/এসআরএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।