ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

বংশাল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, জানুয়ারি ২১, ২০১৭
বংশাল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজের তিনদিন পর সৈকত (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (২১ জানুয়ারি) রাতে ঢাকা ফায়ার সদর দফতরের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বংশাল আগামাছি লেন এলাকায় দুই ভবনের মধ্যে এক শিশু পড়ে থাকার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় সৈকতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা মানিক আলী জানান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সৈকত। গত ১৯ জানুয়ারি নিখোঁজ হয় সে। পরে ২০ জানুয়ারি নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

ঘুড়ি উড়াতে গিয়ে ভবনের ছাদ থেকে সৈকত পড়ে গিয়ে নিখোঁজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটির মুখমণ্ডলের একপাশ রক্তাক্ত অবস্থায় ছিলো। বর্তমানে তার মরদেহ ঢামেক মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এজেডএস/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।