ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বামনায় আগুনে ১৭ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৫, জানুয়ারি ২০, ২০১৭
বামনায় আগুনে ১৭ দোকান পুড়ে ছাই

বরগুনা: বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের খোলপটুয়া বাজারে আগুনে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে আগুনে মুদি দোকান, ওষুধের ফার্মেসি, কসমেটিকসের দোকান, ফটো স্টুডিও, খাবার হোটেল, চায়ের দোকান, লেপ-তোষকের গোডাউন, মিষ্টির দোকানসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মঠবাড়ীয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আবদুল হক বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।