ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে ৭ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, জানুয়ারি ১৯, ২০১৭
সিলেটে ৭ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে সেনাবাহিনীর কাপড় দিয়ে পোশাক তৈরি করে বাজারজাত করার দায়ে সাত ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান অভিযানে চালিয়ে এ জরিমানা আদায় করেন। যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, সেনা ও র‌্যাব সদস্যরা গোপন সংবাদে জানতে পারেন নগরীর জিন্দাবাজারে কয়েকটি মার্কেটে সেনা বাহিনীর কাপড় দিয়ে পোশাক তৈরি করে বাজারজাত করা হয়।

তাই, জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, সমবায় ও আল মারজান মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানকালে ৭টি দোকান থেকে ৩শ’ জনের কাপড় জব্দ করা হয়। এ অভিযোগে সাতজনকে ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অবশ্য সাতজনই জরিমানার টাকা দেওয়ায় তাৎক্ষণিক মামলার নিস্পত্তি করা হয়, বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।