ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, জানুয়ারি ১৯, ২০১৭
বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন-ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙশ্রী ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নদী তীরবর্তী শতাধিক পরিবার এ মানববন্ধন করে।

বাহাদুরপুর মৌজায় তুলাতলী নদীতে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করার ফলে নদী ভাঙন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাংলানিউজকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তাদের বিপুল পরিমাণ ফসলি জমি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে যদি বালু উত্তোলন চলতে থাকে তাহলে বর্তমানে এই এলাকার সব বাড়ি-ঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে।

প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বালু উত্তোলন করা বন্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমএস/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।