ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, জানুয়ারি ১৯, ২০১৭
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বরিশাল: বরিশাল নগরীর কালিজিরায় মোটরসাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের এক এসআই।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কালিজিরা বাজার এলাকা সংলগ্ন বরিশাল-ঝালকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং  স্থানীয় কালিজিরা বাজার মসজিদ কমিটির সভাপতি ও ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে ঝালকাঠী থেকে বরিশালে যাচ্ছিলেন পিআইও শাখার উপ পরিদর্শক (এসআই) জসিম খান। এসময় ওই এলাকায় ব্যবসায়ী জাহাঙ্গীর রাস্তা পার হতে গেলে এসআই জসিমের মোটরসাইকেলের সঙ্গে  সজোরে ধাক্কা লাগে। এতে জাহাঙ্গীর ও জসিম রাস্তায় পড়ে আহত হন।

স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।

আহত জসিম খানকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।