ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, জানুয়ারি ১৯, ২০১৭
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা: রাজধানীর দক্ষিণখান ও তুরাগ এলাকায় ট্রাক চাপায় দুই জন মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন একটি টেক্সটাইল মিলের শ্রমিক ফাহিম মুনতাসির (১৯) ও কামারপাড়া এলাকার আনোয়ারা বেগম (৮০)।

ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে মরদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। বুধবার দিনগত রাতে দুটি দ‍ুর্ঘটনা ঘটে।



পরিবারের বরাত দিয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ সাহা জানান, টেক্সটাইল মিল থেকে বাইসাইকেল চালিয়ে ফাহিম বাসায় ফেরার সময় দক্ষিণখানের হল্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খোদা জানান, রিকশায় যাওয়ার সময় কামারপাড়া গোল চত্বরে একটি ট্রাক (ঢাকা মেট্রো উ ১৪-১৯৩০) চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ারার মৃত্যু হয়। এ সময় আহত হন তার ছোট বোন সাহিদা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।