ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় দুঃস্থদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, জানুয়ারি ১৯, ২০১৭
বগুড়ায় দুঃস্থদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ দুঃস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ বিতরণ করা হচ্ছে- ছবি: আরিফ জাহান

বগুড়া: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দুঃস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের দত্তবাড়ি অ্যাজমা কেয়ার সেন্টারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

তিনি দুঃস্থদের মধ্যে বিনামূল্যের ওষুধ সামগ্রী তুলে দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, সহ-সভাপতি ডা. মামুনুর রশীদ মিঠু, ড্যাব নেতা ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডা. মঈনুল হাসান সাদিক, ডা. আসফারুল হাবিব রোজ, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পবন, পরিমল চন্দ্র ও লাভলী রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।