ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৫, জানুয়ারি ১৯, ২০১৭
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন- মাসুম লাল (২৭) ও বিজয় লাল (৩০)। আহতরা হলেন- জয়নাল ও সেবা।

 

বুধবার (১৮ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর জব্বার জানান, রাতে কুষ্টিয়া শহরের বড়বাজার চৈতন্য পল্লী থেকে বিয়েতে অংশ নিতে সিএনজিচালিত অটোরিকশাযোগে ঈশ্বরদী যাচ্ছিলেন বিজয় লাল, মাসুম লাল ও সেবা। পথে তারা ভেড়ামারা বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মাসুম লাল (২৭) মারা যান।
 
পরে স্থানীয়রা অটোরিকশা চালক জয়নাল, বিজয় লাল ও সেবাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিজয় লাল (৩০)।
 
নিহত বিজয় লাল বড় বাজার চৈতন্য পল্লীর ইন্দোলালের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিনার পদে কর্মরত ছিলেন। অপর নিহত মাসুম লাল একই এলাকার মুন্না লালের ছেলে। তিনি কুষ্টিয়া ওজোপাডিকোতে ক্লিনার পদে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯,২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।