ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে ডিবি পুলিশের ২ এসআই ক্লোজড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, জানুয়ারি ১৮, ২০১৭
বরিশালে ডিবি পুলিশের ২ এসআই ক্লোজড

বরিশাল: বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। এক ব্যক্তিকে জিম্মি করে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তাদের প্রাথমিকভাবে ক্লোজড করা হয়।

ক্লোজড হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, সহকারী পরিদর্শক (এসআই) শামিম ও মাহমুদ।

বুধবার (১৮ জানুয়ারি) তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয় বলে জানিয়েছেন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন।

ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।

বাংলাদেশ  সময়: ০৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।