ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে স্কুলছাত্র অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, জানুয়ারি ১৮, ২০১৭
নারায়ণগঞ্জে স্কুলছাত্র অপহৃত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোশারফ হোসেন (৯) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে আর ফিরে আসেনি বলে জানিয়েছে পুলিশ।

অপহৃত মোশারফ হোসেন গোপালদী পৌরসভার রামচন্দ্রী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

সে রামচন্দ্রী প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্র।
 
পারিবারিক অভিযোগের বরাত দিয়ে গোপালদী ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে রাস্তায় সাইকেল নিয়ে খেলা করছিলো মোশারফ। ওই সময় কয়েকজন যুবক মাইক্রোবাসে করে এসে মোশারফের সঙ্গে প্রথমে কিছুক্ষণ খেলা করে। পরে খেলার ছলে মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।