ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জানুয়ারি ১৮, ২০১৭
সৈয়দপুরে মাদকসেবীর কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জুলফিকার রাজু (৩৪) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত জুলফিকার শহরের কাজিপাড়া মহল্লার আখতার আলীর ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের কাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় জুলফিকারকে আটক করা হয়।

পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।