ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

তেজগাঁওয়ে যুবক খুন, বলা হচ্ছে পূর্ব শত্রুতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, জানুয়ারি ১৮, ২০১৭
তেজগাঁওয়ে যুবক খুন, বলা হচ্ছে পূর্ব শত্রুতা

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে আবুল আজিজ (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। বলা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আবুল আজিজ তেজগাঁও এলাকার বাশির আলীর ছেলে।

স্থানীয় যুবক জসিম বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে তেজগাঁওয়ে তেজকুনিপাড়ার খেলা ঘরের মাঠে সাইমন ও মনিসহ কয়েকজন যুবক আবুল আজিজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, এ ঘটনায় সাইমনসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে। সাইমনের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭

এজেডএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।